আহলে সুন্নাতের সম্প্রসারণে ভূমিকা রাখেন মোজাদ্দেদে আলফেসানী

অভিষেক অনুষ্ঠানে আল্লামা জুবাইর

| রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৫:২৮ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, মোজাদ্দেদে আলফেসানী (রহ.) ছিলেন ২য় সহস্রাব্দের মোজাদ্দিদ। তিনি ফিকাহের হানাফি ধারা ও নকসবন্দী সুফি ত্বরিকার অনুসারী ছিলেন। মোঘল সম্রাট আকবরের সময় ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরোধীতার জন্য তিনি সমধিক পরিচিত। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআতের সম্প্রসারণ ও বিস্তৃতিতে অনন্যসাধারণ অবদান রাখেন। অন্যদিকে ইমাম আহমদ রেজা খান ব্রেলভী (রহ.) ছিলেন ইসলামী ইতিহাসের এক মহান দার্শনিক ও পণ্ডিত ব্যক্তিত্ব। যার লিখিত গ্রন্থের সংখ্যা দেড় হাজারেরও অধিক। আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল শনিবার বিকেল ৩টায় প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত মোজাদ্দিদ কনফারেন্স ও অভিষেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। সংগঠনের মহানগর সহ-সভাপতি অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক ও সম্মেলনে প্রধান আলোচক ছিলেন, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন। বিষয়ভিত্তিক আলোচনা করেন অধ্যক্ষ আল্লামা কাজী আনোয়ারুল ইসলাম খান ও শায়খুল হাদিস আল্লামা এনামুল হক সিকদার। উপস্থিত ছিলেন, আল্লামা অধ্যক্ষ কারী আবু তৈয়ব হামিদী, এস এম সিরাজ উদ্দীন তৈয়বী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমঙ্গলচাঁদ শীল
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা