সত্যজিৎ রায়ের চলচ্চিত্র উৎসব শুরু ৩১ মে

| শনিবার , ২৫ মে, ২০২৪ at ৮:০৩ পূর্বাহ্ণ

আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম ও চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের যৌথ আয়োজনে আগামী ৩১ মে থেকে ১ জুন চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। ৩১ মে বিকেল চারটায় উৎসবের উদ্বোধন করবেন পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সত্যজিতের চলচ্চিত্র নিয়ে আলোচনা করবেন সত্যজিৎ গবেষক ও চলচ্চিত্রকার আনোয়ার হোসেন পিন্টু। উৎসব উপলক্ষে চট্টগ্রাম ফিল্ম ইন্সটিটিউটের মুখপাত্র ডিপ ফোকাসের সত্যজিৎ রায় সংখ্যা এবং পোস্টার প্রকাশিত হবে। উৎসবে মোট চারটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

৩১ মে বিকেল সাড়ে চারটায় প্রদর্শিত হবে অশনি সংকেত ও সন্ধ্যা ৬ টায় গণশত্রু। ১ জুন প্রদর্শিত হবে বিকাল চারটায় শাখা প্রশাখা এবং সন্ধ্যা ৬ টায় আগন্তুক। উৎসবে সবাই আমন্ত্রিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল
পরবর্তী নিবন্ধজাঁকালো পার্টিতে ফাঁস হয় নায়িকার অন্ধকার অতীত