আলোর দেশে

আলমগীর কবির | বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

যেই ফুটেছে আলোর রেখা যেই কেটেছে ঘোর,

খুশি নিয়ে জানালাতে দাঁড়িয়ে আছে ভোর!

ফুল থেকে আজ ঝরছে যেন অন্যরকম ঘ্রাণ,

ডালে ডালে পাখির ঠোঁটে অন্যরকম গান।

আকাশ খুশি বাতাস খুশি খুশি নদীর ঢেউ,

খুশি থেকে আজকে কোথাও বাদ পড়েছে কেউ?

ভোর বলে যায় হেসে হেসে আজকে ঈদের দিন,

নাও না খুঁজে কে আছে আজ নিঃস্ব খুশিহীন।

দাও বিলিয়ে আজকে শুধু খুশি সবার মাঝে,

মনের আকাশ খুশিপুরের আলোয় যেন সাজে!

খুশিগুলো পাখি হয়ে দিচ্ছে মেলে ডানা,

ছুটোছুটি লুটোপুটি নেই তো কোথাও মানা।

একটুখানি অভিমানে মুখ করো না ভারি,

নাও রাঙিয়ে খুশির আলোয় মন আকাশের বাড়ি।

খুশির চিঠি দাও পাঠিয়ে প্রাণের ঠিকানাতে,

আলোর দেশে ছুটে যাব সকলে একসাথে।

পূর্ববর্তী নিবন্ধঈদ
পরবর্তী নিবন্ধটুশির ঈদ