আমার মা

অপু বড়ুয়া | শুক্রবার , ১ ডিসেম্বর, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

কী যে মায়ার পরশ মাখা

আমার মায়ের হাতে;

কার তুলনা করি আমি

আমার মায়ের সাথে।

জোছনা রাতের চাঁদের আলো

তারার ঝিলিমিলি

তাদের সাথে পাই না আমি

মায়ের কোনও মিলই।

সুবাস মাখা জুঁই চামেলি

গন্ধ বিলায় যতো

তাদের সুবাস নয়তো আমার

মায়ের গায়ের মতো।

ছায়ায়মায়ায় পরশ মাখা

মায়ের আঁচল খানি

আমার মা তো চাঁদ তারা আর

সকল ফুলের রানী।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ার মছনিয়াকাটায় রেলস্টেশন চাই
পরবর্তী নিবন্ধসুঅভ্যাসই সুন্দর জীবন