আবার শিক্ষাঙ্গনে ফিরল শিক্ষার্থীরা

প্রথমদিনে উপস্থিত ৮০ শতাংশ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০৪ পূর্বাহ্ণ

টানা একমাস বন্ধ থাকার পর গতকাল থেকে দেশের মাধ্যমিক স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। করোনা মোকাবেলা এবং প্রতিরোধে বিশেষ নির্দেশনা অনুসরণের মধ্য দিয়ে শুরু হয়েছে সশরীরে পাঠদান। স্কুল-কলেজ খুলে দেওয়ায় গতকাল মঙ্গলবার সকাল থেকেই প্রতিটি প্রতিষ্ঠানেই দেখা গেছে শিক্ষার্থীদের আনন্দমুখর উপস্থিতি। প্রথমদিনে শিক্ষার্থীদের অন্তত ৮০ শতাংশ উপস্থিত ছিল বলে বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
নিয়ম অনুযায়ী করোনা টিকার দুটি ডোজ নেওয়া ছাত্র-ছাত্রীদের ক্লাসে উপস্থিত থাকতে বলা হয়েছে। নগরী ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সকাল থেকে নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। টানা ৫৪৪ দিন বন্ধ থাকার পর স্কুল কলেজ খুলে দেয়া হলেও ওমিক্রনসহ করোনা সংক্রমণ বাড়ায় ২১ জানুয়ারি পুনরায় বন্ধ করে দেয়া হয়। দুই দফায় দুই সপ্তাহ করে সময় বাড়িয়ে টানা একমাস বন্ধ থাকার পর করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় গতকাল থেকে স্কুল কলেজে সশরীরে ক্লাস শুরু করা হয়েছে। প্রথমদিনের ক্লাসে পাঠ্য বইয়ের পাশাপাশি স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারি নির্দেশনা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন শিক্ষকরা। বিশেষ করে কোন ছাত্রছাত্রী যাতে মাস্ক না খোলে সেদিকে কড়া সতর্কতা জারী করা হয়েছে। বিশেষ নির্দেশনাগুলো পালনের ব্যাপারেও দেয়া হয়েছে সতর্কতা। বিশেষ করে যে শিক্ষার্থীরা করোনা প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে শুধুমাত্র তারাই শ্রেণিকক্ষে উপস্থিত থেকে ক্লাস করতে পারবে। এক্ষেত্রে অন্য শিক্ষার্থীদের বাসায় থেকে অনলাইন ক্লাসে যুক্ত থাকতে হবে। গতকাল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী ২ মার্চ। তবে কিন্ডারগার্টেন স্কুলগুলোতে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীরা কবে ক্লাসে ফিরতে পারবে, এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।
সশরীরে স্কুল কলেজ খুলে দেয়ায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মাঝেও স্বস্তি দেখা দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচীনের প্রস্তাব প্রধানমন্ত্রীর নিকট প্রেরণের সুপারিশ সংসদীয় কমিটির
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা