আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ

আজাদী ডেস্ক | বুধবার , ২৮ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’। বিশ্বের বিভিন্ন দেশের জনগণকে নিজ-নিজ দেশের সব ধরনের তথ্য জানার অধিকারের বিষয়ে তাদের সচেতনতা বাড়াতে প্রতিবছর ২৮ অক্টোবর আন্তর্জাতিকভাবে এ দিবস পালন করা হয়। পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যদিয়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হবে।
সারাদেশের মানুষকে তথ্যের অধিকার বিষয়ে আরো সচেতন করতে ঢাকাসহ প্রতিটি জেলায় তথ্য অফিসের সহায়তায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‌্যালি, সমাবেশ, তথ্য অধিকারভিত্তিক প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ম্যাটসের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধপর্যটন দিবসে হোটেল আগ্রাবাদে ফুড ফেস্টিভ্যাল ও আলোচনা সভা