ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ম্যাটসের ওরিয়েন্টেশন

| বুধবার , ২৮ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ম্যাটসের ডিপ্লোমা ১৯তম ও ম্যাটসের ৭ম ব্যাচের এক ওরিয়েন্টেশন সভা গতকাল মঙ্গলবার সকালে ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চেীধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডা. রুমানা শারমীন, প্রভাষক ডা. শাহানাজ আকতার, ডেন্টিস্ট ডা. পলাশ দাশ। অনুপ ও পাভেলের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ডা. সুইটি মহাজন, ডা. নাহিদা আকতার, মাহমুদুল হক, সাইফুদ্দিন, মাহমুদ আক্তার, গোবিন্দ প্রমুখ। সভায় ডা. সেলিম আকতার চেীধুরী বলেন, দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষে পুঁথিগত বিদ্যার পাশাপাশি কারিগরী শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে বলেন, এই শিক্ষা জগতটি আপনাদের জন্য নতুন। আপনাদের মা-বাবার স্বপ্ন- এখান থেকে সঠিক জ্ঞান আহরণ করে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করা এবং জাতির সেবায় নিজেকে নিয়োজিত করা। তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ছাত্র-ছাত্রীদের নিয়মিত পাঠদান ও শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফেসবুকে প্রাথমিকের শিক্ষকদের মানতে হবে ৮ নির্দেশনা
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ