আনোয়ারায় ভবনের ছাদে মোবাইল টাওয়ারে আগুন

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ২১ মার্চ, ২০২৩ at ৪:৫৬ পূর্বাহ্ণ

আনোয়ারায় একটি বহুতল ভবনের ছাদে স্থাপিত মোবাইল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টায় উপজেলা সদরে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন সুমন ভিলার ৫ম তলায় এ ঘটনা ঘটে। আগুন লাগার পর ভবনের ভাড়াটিয়া ৩২টি পরিবারের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ২ ঘণ্টার বেশি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। টাওয়ারের ভোল্টেজ বেড়ে যাওয়ায় অগ্নিকাণ্ডের কারণ বলে ফায়ার সার্ভিস জানায়। সূত্রে জানা যায়, উপজেলা সদরের প্রবাসী সোনামিয়ার সুমন ভিলা প্রকাশ সোনা মিয়া বিল্ডিং নামে ৫ তলা বিশিষ্ট ভবনটিতে ৩২টি পরিবার ভাড়ায় থাকে। গত দশ বছর ধরে ভবনটির ছাদে মোবাইল নেটওয়ার্ক কোম্পানি বাংলালিংক একটি টাওয়ার স্থাপন করে। গতকাল ভোরে টাওয়ারটিতে আগুন লাগলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে টাওয়ারটি সম্পূর্ণ পুড়ে গেলেও ক্ষয়ক্ষতি সম্পর্কে কেউ সঠিক তথ্য দিতে পারেনি। আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার বেশি প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাওয়ারের বৈদ্যুতিক লাইনের ভোল্টেজ বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। তিনি আরো জানায়, রাতের বেলা আগুন লাগলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকতো। তিনি এ ধরনের দুর্ঘটনা এড়াতে বাসা বাড়ির ছাদে বাণিজ্যিক স্থাপনা ভাড়া দিতে সতর্ক হওয়ার আহ্বান জানান।

আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান জানান, ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা জানতে পারি স্থানীয় একটি বিল্ডিংয়ের মোবাইল টাওয়ারে আগুন লাগে। এই ঘটনায় কোনো ধরনের অভিযোগ নেই।

পূর্ববর্তী নিবন্ধমুশফিকের ঝড়ের পরও বৃষ্টিতে ভেসে গেল জয়
পরবর্তী নিবন্ধখাগড়াছড়ির ৫৮ বন রক্ষা করছে পাড়াবাসী