মুশফিকের ঝড়ের পরও বৃষ্টিতে ভেসে গেল জয়

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২১ মার্চ, ২০২৩ at ৪:৫৫ পূর্বাহ্ণ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অনেক কিছুই পাওয়ার ছিল বাংলাদেশের। আগের ম্যাচে ৩৩৮ রান করে নিজেদের সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। গতকাল আরো বড় ইনিংস গড়েও শেষ পর্যন্ত ম্যাচটা জেতা হলো না স্বাগতিকদের। মুশফিকের ঝড়ের পরও বৃষ্টিতে ভেসে গেল জয়। কারণ বৃষ্টির বাগড়ায় যে ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেল।

বাংলাদেশের ব্যাটাররা দারুণ পরীক্ষা দিয়েছে। আর সে পরীক্ষায় নিজেদের উৎরেও গেছে। কিন্তু বোলারদের পরীক্ষাটা দেওয়া হলো না। আরো একটি রেকর্ড গড়া জয়ের প্রত্যাশা থাকলেও সেটা পূরণ হলো না। ফলে ১০ ব্যবধানে এগিয়ে থেকে সিরেজের তৃতীয় এবং শেষ ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৩৩৮ রান করেছিল বাংলাদেশ দল। যা ছিল ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর। গতকাল সেটা ভাঙল টাইগাররা। প্রতিপক্ষ সেই আয়ারল্যান্ড। আর ভেন্যুও সেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ৩৪৯ রান। এই পুঁজি গড়তে বড় ভূমিকা ছিল মুশফিকুর রহিমের ঝড়ো সেঞ্চুরি। মাত্র ৬০ বলে ১৪টি চার এবং ২টি ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন মুশফিক। এটিই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশি কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। নিজের ক্যারিয়ারের নবম সেঞ্চুরিটা তুলে নেন এই উইকেট রক্ষকব্যাটার। শেষ ওভারে মুশফিকের সেঞ্চুরি পূরণ করতে প্রয়োজন ছিল ৯ রানের। শেষ বলে এক রান নিয়ে নিজের সেঞ্চুরিটা পূরণ করেন মুশফিক। আর তাতেই বাংলাদেশের ইনিংস গিয়ে পৌঁছে ৩৪৯ রানে। যা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর।

পূর্ববর্তী নিবন্ধকর আইনজীবীদের পেশাগত মান উন্নয়নে সরকার আন্তরিক
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ভবনের ছাদে মোবাইল টাওয়ারে আগুন