আদালতের রায়ে ক্ষমতায় পুনর্বহাল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

| শনিবার , ১ অক্টোবর, ২০২২ at ১১:৫৮ পূর্বাহ্ণ

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদে প্রায়ুথ-চান ওচা থাকতে পারবেন বলে ঘোষণা দিয়েছে সাংবিধানিক আদালত। এর আগে গত অগাস্টে সাংবিধানিক আদালত প্রায়ুথ চান ওচাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করেছিল। প্রধানমন্ত্রী হিসেবে ওচার আট বছরের মেয়াদ শেষ হয়েছে কিনা সেটি পর্যালোচনার (রিভিউ) জন্য বিরোধীদের করা পিটিশনের প্রেক্ষিতে আদালত ওই আদেশ দিয়েছিল। থাইল্যান্ডের সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ ৮ বছরের জন্য সীমাবদ্ধ। বিরোধী দলগুলোর অভিযোগ ছিল, প্রায়ুথ চান-ওচা ২০১৪ সাল থেকে দায়িত্বে আছেন এবং তার মেয়াদসীমা অতিক্রম করেছেন। কিন্তু গতকাল শুক্রবারের রায়ে আদালত জানিয়েছে, প্রায়ুথ চান-ওচা তার ৮ বছরের মেয়াদ অতিক্রম করেননি।
থাইল্যান্ডের সাবেক সেনাপ্রধান প্রায়ুথ চান-ওচা ২০১৪ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রথমে ক্ষমতা দখল করেন। এ সময় তিনি থাইল্যান্ডের জান্তা নেতা এবং প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৯ সালে একটি নির্বাচনের মাধ্যমে তিনি দেশের বেসামরিক প্রধানমন্ত্রী হন। ২০১৪ সাল থেকে তার ক্ষমতায় থাকার হিসাব করলে এতদিনে তার ৮ বছরের বেশি সময় পেরিয়ে যাওয়ার কথা। থাইল্যান্ডের সাবেক সেনাপ্রধান প্রায়ুথ চান-ওচা ২০১৪ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রথমে ক্ষমতা দখল করেন। এ সময় তিনি থাইল্যান্ডের জান্তা নেতা এবং প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৯ সালে একটি নির্বাচনের মাধ্যমে তিনি দেশের বেসামরিক প্রধানমন্ত্রী হন। ২০১৪ সাল থেকে তার ক্ষমতায় থাকার হিসাব করলে এতদিনে তার ৮ বছরের বেশি সময় পেরিয়ে যাওয়ার কথা।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে ফের কলেরার ‘উদ্বেগজনক’ প্রাদুর্ভাব
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বাড়ছে করোনা সংক্রমণ, নতুন শনাক্ত ৩১