আজ থেকে সীমিত আকারে চলবে অভ্যন্তরীণ ফ্লাইট

আজাদী ডেস্ক | বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ৫:৪৫ পূর্বাহ্ণ

এবার অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সংস্থাটি বলছে, প্রবাসী কর্মীদের কথা বিবেচনায় রেখে সীমিতভাবে ফ্লাইট চলবে। গতকাল মঙ্গলবার এ নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেয় বেবিচক।
বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, বুধবার (আজ) থেকে সীমিত সংখ্যায় অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল করবে। কোন গন্তব্য থেকে সর্বোচ্চ কী পরিমাণ ফ্লাইট চলাচল করবে তা সার্কুলারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মূলত প্রবাসী কর্মীরা যারা রাজধানীর বাইরে থেকে ঢাকায় আসেন তাদের যাতায়াতের সুবিধার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাধারণ যাত্রীরাও জরুরি প্রয়োজনে যাওয়া-আসা করতে পারবেন। এর আগে গত ৪ এপ্রিল থেকে দেশের অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ ছিল।

পূর্ববর্তী নিবন্ধকঠোর লকডাউনেও চলছে কর্মযজ্ঞ
পরবর্তী নিবন্ধবাংলাদেশে টিকা উৎপাদনের প্রস্তাব রাশিয়ার