আজিজা খাতুন

| শনিবার , ১ এপ্রিল, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

বিশিষ্ট লেখিকা ও সমাজকর্মী আজিজা খাতুন গত ২৫ মার্চ নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ও আর নিজাম আবাসিক এলাকা জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারপরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, পমা’র নির্বাহী সভাপতি ওয়াগ্গা টি লিমিটেডের ও লেখক আমিনুর রশীদ কাদেরী, লায়ন জাহাঙ্গীর মিঞা, চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ কামাল উদ্দিন, ব্যারিস্টার কপিল উদ্দিন, সাংবাদিক আবসার মাহফুজ, নাজিরহাট পৌরসভার মেয়র এ কে জাহেদ চৌধুরী, অধ্যক্ষ বদরুল হাসান, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার প্রমুখ। উল্লেখ্য, মরহুমা বেগম রোকেয়া পদকে ভূষিত শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা ও একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক শিল্পী ক্যাপ্টেন আজিজুল ইসলামের মা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল্ল্ল
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ