আইসিসি মাস সেরা ক্রিকেটারের লড়াইয়ে এবাদত

| বুধবার , ৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৪ পূর্বাহ্ণ

জানুয়ারিতে নিউজিল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ের নায়ক ইবাদত হোসেন সেদিন পেয়েছিলেন ম্যাচ সেরার স্বীকৃতি। তার সামনে এবার হাতছানি দিচ্ছে আরেকটি বড় অর্জন আইসিসির মাস সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার জেতার। এখানে এবাদতকে পেছনে ফেলতে হবে দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিস ও কিগান পিটারসেনকে। আইসিসি মেন্স প্লেয়ার অব দ্যা মান্থ এর সংক্ষিপ্ত তালিকায় থাকা বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার এবাদত। এর আগে ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও নাসুম আহমেদ। জানুয়ারিতে নিউজিল্যান্ডে দুটি টেস্ট খেলে বাংলাদেশ। সেখানে ২৯.৩৩ গড়ে ৯ উইকেট নেন এবাদত। মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৬ উইকেট নেন এবাদত। দেশের বাইরে বাংলাদেশের যা সেরা বোলিংয়ের রেকর্ড। তিন জনের তালিকায় এবাদতের সাথে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজে সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অলরাউন্ড নৈপুণ্য দেখানো দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ব্রেভিস। যুব বিশ্বকাপে রানের রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকার এই ১৮ বছর বয়সী ব্যাটসম্যান। ৬ ইনিংসে ৮৪.৩৩ গড়ে ৫০৬ রান করেন তিনি। ব্যাটিংয়ে রেকর্ড গড়া ব্রেভিস ভালো করেন বোলিংয়েও। লেগ স্পিনে নিয়েছেন ৭ উইকেট। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে চমৎকার পারফরম্যান্সের জন্য এই তালিকায় জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকান আরেক ক্রিকেটার পিটারসেন। প্রথম টেস্টে হেরে পিছিয়ে পড়া দলকে ২-১ ব্যবধানে সিরিজ জেতাতে বড় অবদান রাখেন ডানহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। ৬ ইনিংসে ৪৬ গড়ে সর্বোচ্চ ২৭৬ রান করে জেতেন সিরিজ সেরার পুরস্কার। এখন দেখার বিষয় কার হাতে উঠে আইসিসির জানুয়ারী মাসের সেরা ক্রিকেটারের পুরষ্কার।

পূর্ববর্তী নিবন্ধসুপার ফোরে কোয়ালিটি,রাইজিং স্টার জুনিয়রের শুভসূচনা
পরবর্তী নিবন্ধবল টেম্পারিং এর দায়ে ৩ ম্যাচ নিষিদ্ধ বোপারা