আঁকার মাঝে

সুজন সাজু | বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৮:৪২ পূর্বাহ্ণ

আঁকতে বসি রঙ পেন্সিলে আঁকি সারি সারি,

বয়ে চলা নদীর পাশে একটি কুঁড়ের বাড়ি।

বাড়ির পাশে গাছ উঠেছে আমের জামের কলা,

ছল ছলাতে ঢেউয়ে খেলে টেংরা, পুটি, মলা।

ঈশান কোণে স্তুুপ মেরেছে আমন ধানের খড়,

মুরগি ছানা উঠোনে খেলে সারাটা দিন ভর।

খুটির বাঁধা গায় দাঁড়িয়ে হাম্বা হাম্বা ডাকে,

বাছুর খেলে লাফায় তেড়ে দৌড়ে ফাঁকে ফাঁকে।

গাছের ডালে কাক বসিল পাশে কুটুম পাখি,

মিষ্টি সুরে গান ধরিল করছে ডাকাডাকি।

আকাশ কোণে দিচ্ছে উঁকি রবির কিরণ সাজই,

কতো কিছু আঁকছি আমি রঙ পেন্সিলে আজই।

এটা আঁকি ওটা আঁকি হয়না আঁকার তো শেষ,

আঁকার মাঝে ফুটিয়ে ওঠে প্রাণেরই বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধনতুন স্মৃতিসৌধে ২৬ মার্চে পুষ্পস্তবক অর্পণের সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধখোকার বায়না