অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর ড. আবু ইউসুফ আলম

স্মরণসভায় বক্তারা

| মঙ্গলবার , ২৯ নভেম্বর, ২০২২ at ৯:১৩ পূর্বাহ্ণ

 

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ চট্টগ্রামের উদ্যোগে এম এ আজিজ ষ্টেডিয়ামস্থ বিজয় মেলা পরিষদ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আবু ইউসুফ আলমের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা পান্টুলাল সাহার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দীন চৌধুরী, আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক, বিধান চন্দ্র ও নুরুল আবছার। সভায় বক্তারা বলেন, অধ্যাপক ড. আবু ইউসুফ আলম ছিলেন একজন প্রকৃত দেশ প্রেমিক। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে কাজ করেন। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর ছিলেন তিনি। সভায় বক্তারা মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি ও দাখিল পরীক্ষায় সাফল্য
পরবর্তী নিবন্ধআল্লামা জালাল উদ্দীন আলকাদেরী ছিলেন সুন্নীয়তের অন্যতম ধারক