অবৈধ সংযোগ দিয়ে বিদ্যুৎ চুরি, গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ মার্চ, ২০২৩ at ১০:৪১ পূর্বাহ্ণ

অবৈধ সংযোগ দিয়ে বিদ্যুৎ চুরির অভিযোগে মো. নাসের (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল নগরের চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকায় কালুরঘাট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ এবং পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। নাসের বেপারিপাড়ার আব্দুল কাদের বাড়ির মফিজুর রহমান মিতুর ছেলে।

সংশ্লিষ্টরা জানান, বরিশাল বাজার কাশেম কলোনি সংলগ্ন মুছা কলোনিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধে অভিযান চালায় বিদ্যুৎ বিভাগ। এ সময় বাড়িতে বৈদ্যুতিক মিটারে বাইপাস সংযোগ করে বিদ্যুৎ সংযোগ প্রদান করার সময় হাতেনাতে নাসেরকে আটক করা হয়। পরে তাকে সাথে নিয়ে মুছা কলোনির গলির ভেতরে বহুতল ভবনে ১২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ বিভাগ। মুছার বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা করা হয় এবং বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘ফটিকছড়িতে শিক্ষা ক্ষেত্রে ড. মাহমুদ হাসানের অবদান রয়েছে’
পরবর্তী নিবন্ধনানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন