নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

আজাদী ডেস্ক | বুধবার , ২৯ মার্চ, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

আইইবি, চট্টগ্রাম কেন্দ্র : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পরে নিজস্ব কনফারেন্স হলে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেনের সভাপতিত্বে এবং সম্মানী সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কেন্দ্রের ভাইসচেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, নবনির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী এম. . রশীদ, চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন, প্রাক্তন ভাইসচেয়ারম্যান প্রকৌশলী উদয় শেখর দত্ত, নবনির্বাচিত ভাইসচেয়ারম্যান ড. প্রকৌশলী রশীদ আহমেদ চৌধুরী প্রমুখ।

চট্টগ্রাম জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি : মহান স্বাধীনতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা জজ শীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমদ ভূঞা। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমী।

আরও উপস্থিত ছিলেন সকল অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে কর্মরত সকল পর্যায়ের বিচারকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কেজিডিসিএল : ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মিউনিসিপ্যাল স্কুল প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে কেজিডিসিএলের সকল মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক, অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ : কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পটিয়া কোলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এম এ রহিম, সামশুল ইসলাম, মোহাম্মদ আবু জাফর, বদি উল আলম তুষার, মোহাম্মদ ইকবাল, জাহাঙ্গীর আলম বেলাল, রফিক আহমদ, শাহাজান মেম্বার, মোহাম্মদ আলী, আবদুল কাদের, জসিম উদ্দিন, নাজিম উদ্দিন খোকন, আবদুল গফুর, মোহাম্মদ জালাল, নাজিম উদ্দিন রনি, সাইফুর রহমান শুক্কুর, আবদুল করিম, মোহাম্মদ হোসেন, নজরুল ইসলাম খোকন, নাছির মাহমুদ, মো. আসাদুজ্জামান, রমিজ উদ্দীন, মেহেদী হাসান রাব্বী, অভি দে, মো. গিয়াস উদ্দীন, আব্দুল কাদের শুভ, সাকিব, সায়েম, শহীদুল, জয়নাল, আরিফ, আরমান, ইফতি প্রমুখ।

সাউদার্ন ইউনিভার্সিটি : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ উদযাপন করলো স্বাধীনতার ৫২ বছর ও জাতীয় দিবস। জাতীয় পতাকা উত্তোলন, কুরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালন করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে হল রুমে কোষাধ্যক্ষ ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য এম মহিউদ্দিন চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরী। আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, আইকিউএসি’র পরিচালক, বিভিন্ন অনুষদেন ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষবৃন্দসহ কর্মকর্তারা।

দক্ষিণ মাদারবাড়ী স্কুল : দক্ষিণ মাদারবাড়ী বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, ছেলেদের ফুটবল, মহিলাদের ব্যাডমিন্টন প্রীতি ম্যাচের বিজয়ীদের মাঝে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিদ্যালয়ের প্রধান শিক্ষকশাহানাজ বেগম, সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই। পরিচালনা করেনশিক্ষক সুপর্ণা চৌধুরী।

সাতবাড়িয়া অলি আহমদ বীর বিক্রয় কলেজ: স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা সাতবাড়িয়া অলি আহমদ বীর বিক্রয় কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলহাজ্ব আহসাব উদ্দিন আহমদ। প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ আবুল বশর ভূঁইয়া। ফরিদুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম, অসীম দাস গুপ্ত, নজরুল ইসলাম মিনহাজুল হুদা, দেবাশীষ বড়ুয়া, কাজী নজরুল ইসরাম, আবু বাকের ছিদ্দিকী, এবং আজহারুল ইসলাম চৌধুরী প্রমুখ।

জাফর আহমদ চৌধুরী কলেজ : উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজ মিলনায়তনে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজিত কান্তি দাশের সভাপতিত্বে উদযাপন করা হয়। শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্ণিং বডির সভাপতি হাসিনা জাফর চৌধুরী, প্রধান আলোচক এড. আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী এবং বিশেষ অতিথি প্রফেসর মু. আবু তাহের চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক নিলুমণি শর্মা, সবুজ কান্তি দে, মোহাম্মদ হারুনর রশিদ, জালাল আহমদ, মো. গিয়াস উদ্দীন চৌধুরী, রানা দাশ গুপ্ত, মুক্তি বড়ুয়া, মু. আবু নোমান, অফিস কর্মকর্তা মুন্সি আবদুর রব সৌরভ এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবুল বশর চৌধুরী ও মুশফিকা ইকফাত।

৪০নং ওয়ার্ড আ.লীগ : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে স্টিল মিল একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ৪০নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেকের সভাপতিতে অনুষ্ঠিত হয়েছে। ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. শামীম, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি নূর মোহাম্মদ শামসুল হক, সম্পাদক মন্ডলীর সদস্য ফরিদুল আলম ফরিদ, মোহাম্মদ ইদ্রিস, বাবুল হক, আব্দুল হক, লোকমান কন্ট্রাক্টর, মনির সওদাগর, মোজাহের আলম, আব্দুস সালাম, নাসির, নাজিম উদ্দিন নাজু, হুমায়ুন কবির, মো. নেজাম, নজরুল ইসলাম মিন্টু, জাহাঙ্গীর হোসেন শান্ত, তৌহিদ, সেলিম প্রমুখ।

ফতেয়বাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয: ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভা প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সোহরাব হোসেন মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ডা মোঃ কামাল উদ্দিন। বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আলী ফারুক চৌধুরী, মোঃ এমরান, মুহাম্মদ জানে আলম চৌধুরী জিসান, লোকমান হাকিম, রিমন মুহুরী, সেবিকা মুখার্জি, মাওলানা সাইফুল আলম,কামরুল ইসলাম, শওকতের রহমান, আজিজুল হক, আতিকুল ইসলাম, সাজিয়া আফরিন কুহেলী, পুতুল রানী নাথ, শফিউল আজম, এইচ এম ফয়সাল প্রমূখ।

পটিয়া চাপড়া প্রাথমিক বিদ্যালয় : পটিয়া চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম এ রহিম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে লাল সবুজের পতাকাকে ছিনিয়ে এনে বাংলাদেশকে স্বাধীন করেছেন। বিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলজাতীয় পতাকা উত্তোলন, বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সহ সভাপতি নমিতা চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন চক্রবর্ত্তী পরিচলনায় অনুষ্ঠিত সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম বেলাল, কামরুন নাহার, জাহানারা বেগম, মুগ্ধা দাশ, সিমলা রাণি দে, সমর কান্তি দাশ, বিউটি রানি চৌধুরী, ফারজানা জাফর, সুমি মজুমদার, উর্মি চৌধুরী, টুম্পা বড়ুয়া প্রমুখ।

জয় বাংলা পরিষদ : ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে কর্ণফুলী ইপিজেড শহীদ মিনারে প্রথম প্রহরে জয় বাংলা পরিষদের উদ্যোগে পুস্পমাল্য অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজ ছাত্রলীয়গের আহবায়ক কমিটির সদস্য রানা হামিদ ও ৪০নং ওয়ার্ড ছাত্রলীগের কর্মী নিশান, র্দুজয়, ইমন, মিনহাজ, আল আমিন, জুবায়ের, সাবুদ্দিন, আহাদ, সোহেল, উজ্জ্বল, রাব্বী, রাজু, অপু প্রমুখ।

দক্ষিণ পতেঙ্গা আওয়ামী লীগ : ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরীর নেতৃত্বে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয় : স্বাধীনতা দিবস উপলক্ষে ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা প্রধান শিক্ষক সুনীল কান্তি দের সভাপতিত্বে ও সমর রায় নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ে পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মনজুর আলম। বক্তব্য রাখেন, অঞ্জন কুমার চৌধুরী, বিজন বিহারী নাথ, রিমন মুহুরী, মোঃ আলাউদ্দিন, মোঃ সিরাজ উদ্দিন, জলি পারিয়াল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ সংযোগ দিয়ে বিদ্যুৎ চুরি, গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক