অবশেষে ইচ্ছেটা পূরণ হলো

| বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৫:৫৩ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইবার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল। অবশেষে ইচ্ছেটা পূরণ হলো। আর সেটা হাসান মতিউর রহমান ভাইয়ের মতো গুণী মানুষের মাধ্যমে। যার লিখা ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ চির অমর একটি গান। উনার কথা-সুরে গাইবার সৌভাগ্য হয়েছে। এটা আমার জন্য বড় ব্যাপার। এভাবেই উচ্ছ্বাসের সঙ্গে কথাগুলো বলছিলেন ক্লোজআপ ওয়ান তারকা নাসরিন আক্তার বিউটি। যিনি ফোক ও লালনের গানে এরইমধ্যে নিজের গায়কির কারিশমা দেখিয়েছেন।
গানটির কথা-সুর রচনা করেছেন গুণী গীতিকবি ও সুরকার হাসান মতিউর রহমান। বিটিভির জন্য করা হয়েছে গানটি। বিউটি বলেন, গানটি অসাধারণ। এটি সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে করা হয়েছে। বিটিভিতে বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে গানটি দেখানো হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধহঠাৎ নোবেলের গান!