অনূর্ধ্ব-১৬ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সুপার সিক্সে সিসিএ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট অ্যাকাডেমি ও কর্ডিয়েল ক্রিকেট অ্যাকাডেমি আয়োজিত অমর একুশে অনূর্ধ্ব-১৬ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে মিলেনিয়াম ক্রিকেট অ্যাকাডেমি, মিরসরাই, এসএস ও ফেনী ক্রিকেট অ্যাকাডেমির সাথে সুপার সিক্স পা রেখেছে চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি (সিসিএ)। গতকাল দিনের প্রথম খেলায় কর্ডিয়াল ক্রিকেট অ্যাকাডেমিকে ৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সিসিএ। এর আগে প্রথম তারা চান্দগাঁও ক্রিকেট অ্যাকাডেমি পরাজিত করে সূচনা করে। সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান তোলে। দলের হয়ে সাকিব ৪৪, ও ফারদিন ৪০ ও আসিফ ৩০ রান করেন। কর্ডিয়াল অ্যাকাডেমির ইরফান ২৮ রানে ৩ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে কর্ডিয়াল ক্রিকেট অ্যাকাডেমি ৪৯ রানে অলআউট হয়। দলের হয়ে স্বাধীন ২২ রান করেন। সিসিএ’র হয়ে সায়মন ৪ ওভারে ১৩ রান খরচায় ৩ উইকেট নেন। অলরাউন্ডিং নৈপুণ্যে ম্যাচসেরা নির্বাচিত হয় সিসিএ’র আসিফ। তাকে পুরস্কার তুলে দেন ডা. ইয়াসিন। দিনের ২য় ম্যাচে কিংস ক্রিকেট ৮ উইকেটে হারিয়ে সান্ত্বনার জয় সাতকানিয়া ক্রিকেট অ্যাকাডেমি। টস জিতে সাতকানিয়া অ্যাকাডেমি ২০ ওভারে ৭ উইকেটে ১০৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে কিংস ক্রিকেট অ্যাকাডেমি ১১ ওভারে ২ উইকেটে ১১৩ রান করে জয় তুলে নেয়।

পূর্ববর্তী নিবন্ধআইপিএল খেলতে টেস্ট সিরিজ থেকে ছুটি নিলেন সাকিব
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ড সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা