অক্টোবরের ১২ দিনেই ৪৫৬ জন আক্রান্ত

চট্টগ্রামে ডেঙ্গু ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫৯ জন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ অক্টোবর, ২০২২ at ৭:৪২ পূর্বাহ্ণ

মহানগরসহ চট্টগ্রাম জেলায় আগের ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১২৭১ জনে দাঁড়িয়েছে। মোট আক্রান্তের মাঝে ৯১৪ জন মহানগরের এবং ৩৫৭ জন উপজেলার। আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া আজাদীকে বলেন, আক্রান্ত বেশির ভাগই সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে ৩৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রসঙ্গত, মধ্য আগস্টের পর থেকে বাড়তে থাকা ডেঙ্গুর প্রকোপ যেন কমছেই না চট্টগ্রামে। বরঞ্চ দিন দিন এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে সদ্য শেষ হওয়া সেপ্টেম্বরে ডেঙ্গুতে সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের তথ্য মিলেছে চট্টগ্রামে। চলতি বছরের আগের ৮ মাসে (জানুয়ারি থেকে আগস্ট) মহানগরসহ চট্টগ্রাম জেলায় মোট ২১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। কিন্তু কেবল সেপ্টেম্বর এক মাসেই আক্রান্ত রোগীর সংখ্যা ৬০১ জন। হিসেবে সেপ্টেম্বর এক মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা আগের ৮ মাসের তিনগুণ। এদিকে, অক্টোবরেও গত মাসের ধারবাহিকতা বজায় আছে। এখন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ উর্ধ্বমুখি। প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। চলতি অক্টোবরের প্রথম ১২ দিনেই আক্রান্ত হয়েছে ৪৫৬ জন। সব মিলিয়ে চলতি মৌসুমে (১২ অক্টোবর পর্যন্ত) চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭১ জনে।

পূর্ববর্তী নিবন্ধআবু মোহাম্মদ তবিবুল আলমের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধমার্কেটে আসছে শীতের পুরনো বিদেশি কাপড়