বোয়ালখালী উপজেলার হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও পুরস্কার বিতরণ গত ৩০ সেপ্টেম্বর মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আবদুর রহিম আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা। ছোহাইল আনছারী ও হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, মুজাহিদুল ইসলাম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য এসএম মোদ্দাচ্ছের, এসএম শাহাবুদ্দীন, এসএম মহিউদ্দিন ফারুকী, মেহেদী হাসান সুজন ও এসএম আবুল মনছুর। বক্তারা বলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সৈয়দ শামসুদ্দিন মোজাদ্দেদী (র.) এলাকায় দ্বীনের আলো জালিয়ে আলোকিত করেছেন। শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।