ভিয়েতনাম থেকে বন্দরে এলো ১৭ হাজার টন চাল, খালাস শুরু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ১০:৩০ পূর্বাহ্ণ

সরকারি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে চাল আমদানি শুরু হয়েছে। বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার সম্পাদিত জিটুজি চুক্তির আওতায় এক লক্ষ টন চাল আমদানি করা হচ্ছে। এই চুক্তির আওতায় প্রথম চালানের ১৭ হাজার ৮শ’ টন চাল গতকাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। সূত্র জানিয়েছে, এমভি ট্রুং এ্যন শিপ নামের জাহাজে হোচিমিন সিটি বন্দর থেকে চালের চালানটি চট্টগ্রামে এসেছে।

জাহাজটি গত ১০ মার্চ বিকেলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। গতকাল দুপুর নাগাদ জাহাজটিকে বন্দরের জেসিবি ১২ নাম্বার জেটিতে বার্থিং দেয়া হয়। চালের নমুনা সংগ্রহ ও পরীক্ষা শেষে গতকাল বিকেল থেকে চাল খালাস কার্যক্রম শুরু হয়েছে। ভিয়েতনাম থেকে চলতি মাসের মধ্যে আরো ৪ টি জাহাজে ৭৫ হাজার টন চাল চট্টগ্রামে পৌঁছাবে বলে জানিয়েছেন সেভেন সীজ শিপিং লাইন্সের স্বত্বাধিকারী আলী আকবর। তিনি চাল সরবরাহকারী এবং জাহাজ মানিকদের পক্ষে শিপিং এজেন্ট ও লজিস্টিক সার্ভিস প্রোভাইডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মাহমুদউল্লাহ
পরবর্তী নিবন্ধতত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর ইন্তেকাল