ফটিকছড়ি ও ভূজপুরে অগ্নিকাণ্ডে ২০ বসতঘর ভস্মীভূত

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২০ মার্চ, ২০২২ at ৮:৫২ পূর্বাহ্ণ

ফটিকছড়ি ও ভূজপুরে পৃথক অগ্নিকাণ্ডে ২০টি বসতঘর ভস্মীভূত হয়েছে। গত শুক্রবার ফটিকছড়ির সমিতির হাট এলাকা ও শনিবার ভূজপুর থানার আজিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১৯নং সমিতির হাট ইউপির ৮নং ওয়ার্ডস্থ বৈদ্যুর বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে ১৪টি পরিবারের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা হলেন ডা. দুলাল চন্দ্র রায়, শুলাল চন্দ্র রায়, নেপাল চন্দ্র রায়, ঝিন্টু কুমার রায়, মিন্টু কুমার রায়, ডা. খোকন চন্দ্র রায়, গৌতম বৈদ্য, কাজল বৈদ্য, অজিত রায়, জহর রায় লাল, শ্যামল চন্দ্র রায়, বিমল বৈদ্য, ও কানু রাম সেন। ক্ষতিগ্রস্তরা জানান, ইলেক্ট্রিক পিলার থেকে আগুনের ছিটকে পরে ঘরের বেড়াতে লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও ততক্ষণে প্রায় ১৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন সমিতির হাট ইউপির চেয়ারম্যান মো. হারুন অর-রশীদ ইমন। এ সময় আর্থিকভাবে অসচ্ছল এমন ১০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তিনি ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেন। ভূজপুর : এদিকে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভূজপুর ইউপির আজিমপুর গ্রামের ফুরুক চৌধুরীর বাড়িতে মোস্তাফিজুর রহমান চৌধুরীর পুরানো বসত ঘরে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় আরও ৫টি ঘর পুড়ে যায়। চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয় বলে জানান স্থানীয় ইউপি সদস্য।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর আদর্শে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধরেশনিং প্রথা চালুর দাবি