বঙ্গবন্ধুর আদর্শে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে

আলোচনা সভায় আজাদী সম্পাদক এম এ মালেক

| রবিবার , ২০ মার্চ, ২০২২ at ৮:৫১ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা ক’জন মুজিব সেনার সভাপতি সাইদ আহমেদ বাবুর সভাপত্বিতে এতে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুই বাঙালি জাতির একমাত্র ঠিকানা। বাংলাদেশের সকল জনগণই হলো একেকজন মুজিব সেনা। মুজিব আদর্শ ও চেতনা ধারণ করে আমাদের সকলকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে হবে।
আমরা ক’জন মুজিব সেনার সাধারণ সম্পাদক সৈয়দ আবু তোহা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল মুজিব সেনার কর্মীদের প্রতি দৃঢ় প্রত্যয় করেন।
আমরা ক’জন মুজিব সেনার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমরা ক’জন মুজিব সেনার সহ-সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য নাজমুল হুদা শিপন, আব্দুল হান্নান চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা
পরবর্তী নিবন্ধফটিকছড়ি ও ভূজপুরে অগ্নিকাণ্ডে ২০ বসতঘর ভস্মীভূত