রেশনিং প্রথা চালুর দাবি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ন্যাপের মানববন্ধন

| রবিবার , ২০ মার্চ, ২০২২ at ৮:৫২ পূর্বাহ্ণ

ক্রম বর্ধমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে গ্রাম-শহরে রেশনিং প্রথা চালুর দাবিতে গতকাল শনিবার চট্টগ্রাম চেরাগী পাহাড় চত্বরে ন্যাপ চট্টগ্রামের উদ্যোগে মানববন্ধনে সভাপতিত্ব করেন লায়ন বাপন দাশগুপ্ত।
সম্প্রতি অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অবৈধ মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মানববন্ধনে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তাগণ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সাধারণ জনগণের দৈনন্দিন জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। এই পরিস্থিতি নিরসনে বাজার মনিটরিং এবং দ্রব্যমূলের ঊর্দ্ধগতি রোধে পদক্ষেপ গ্রহণ কারর জন্য সরকারের প্রতি দাবি জানান। এ লক্ষ্যে গ্রাম-শহরে রেশনিং কার্ড প্রথা চালুর জোর দাবি জানানো হয়। ন্যাপ নেতা ফয়জুল্লাহ মজুমদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আলী নেওয়াজ খান, গাজী আলমগীর কবির, মিটুল দাশগুপ্ত, অধ্যাপক শিবপ্রসাদ, অ্যাড. অনুপম নাথ, সুভাষ আইচ, তিলক চৌধুরী, গোলাম নবী। উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, মকবুল আহমেদ, লিটন দে, ডা. নাছির উদ্দীন, তারকেশ্বর নন্দী, আবুল কালাম আজাদ, সনজিত সরকার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি ও ভূজপুরে অগ্নিকাণ্ডে ২০ বসতঘর ভস্মীভূত
পরবর্তী নিবন্ধহাযেরা খাতুন