চাণক্য গুরু প্রার্থনা শুনুন শাহীন মাহমুদ | বুধবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪৫ পূর্বাহ্ণ চাণক্য গুরু আমরা ঝুলে গেছি বাদুরের মতো, বৈদ্যুতিক খুটিতে ঝুলে থাকা মৃত কাকের মতো যদি পারেন ফর্মূলা দিন স্বপ্নযোগে তক্ষশীলার গুরু কানে কানে হলেও একবার বলুন ভাষা নিধন মহাপাপ প্রিয় রাষ্ট্র আপনিও বলুন।