গ্রী ফরচুন অফার ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন

| মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ১২:১৩ অপরাহ্ণ

সমপ্রতি বিশ্বের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড গ্রী খুচরা পর্যায়ের ক্রেতাদের ও গ্রাহকদের জন্য ‘গ্রী ফরচুন অফার’ নামক মোবাইল ওয়েব অ্যাপসভিত্তিক এক বিশেষ অফার কার্যক্রম চালু করেছে। গ্রাহকেরা গ্রী বা হাইকো এসি ক্রয় করার পর তাদের মোবাইলের মাধ্যমে গ্রী ফরচুন অফারে অংশগ্রহণ করতে পারবেন। এই অফারে অংশগ্রহণকারীরা মোবাইলের মাধ্যমে স্পিনিং হুইল ঘুরিয়ে নিশ্চিত উপহার জেতার সুযোগ পাবেন, যার মধ্যে রয়েছে নগদ ছাড় অথবা আকর্ষণীয় উপহার সামগ্রী। গ্রী ফরচুন অফার ইলেকট্রোমার্টের সকল রিটেইল শোরুম এবং পার্টনার শোরুমের মাধ্যমে সহজেই উপভোগ করা যাবে।

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিঙ পণ্যের উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে ইলেকট্রো মার্ট, ২৫ বছরেরও অধিক সময় ধরে বাংলাদেশে বিশ্বস্ততা, সুনাম ও আস্থার সাথে গ্রী এসি উৎপাদন ও সরবরাহ করে আসছে। গ্রাহক, শুভানুধ্যায়ী এবং ভোক্তাদের অফুরন্ত ভালোবাসা ও আস্থার ফলস্বরূপ, গ্রী এসি বাংলাদেশে নাম্বার ওয়ান অবস্থান ধরে রেখেছে।

গ্রী বাংলাদেশে একাধিক বার সুপার ব্র্যান্ড স্বীকৃতি অর্জনকারী একমাত্র এয়ার কন্ডিশনার ব্র্যান্ড। এছাড়াও গ্রী এসি একটানা ১৯ বছর ধরে বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি অর্জন করে আসছে। গ্রী এসি আধুনিক প্রযুক্তি এবং পরিবেশবান্ধব ফিচারের জন্য বৈশ্বিকভাবে স্বীকৃত এবং জিরো কার্বন নিঃসরণের জন্য আন্তর্জাতিক পুরস্কৃত হয়েছে। সমপ্রতি, প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গ্রী ফরচুন অফার ঘোষিত হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে গ্রীর প্রোডাক্ট সম্পর্কিত বিস্তারিত তথ্যসহ স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের ডিএমডি মোঃ নুরুল আফছার। তিনি বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে, গ্রী দেশের গ্রাহকদের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইলেকট্রো মার্ট গ্রুপের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ এবং নুরুল আজিম সানি, জিএমসেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন নবী চৌধুরী, এনএসএমরিটেইল অপারেশন মো. জুলহক হোসাইন এবং অন্যান্য উর্ধ্বতন নির্বাহীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাধারণ মানুষের জীবনমান উন্নয়নই জামায়াতের মূল লক্ষ্য
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দুর্ঘটনায় আহতের দুদিন পর কিশোরের মৃত্যু