শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলস কাজ করছে

পটিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণে বক্তারা

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৫:০৮ পূর্বাহ্ণ

পটিয়ায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে খলিলুর রহমান বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুদ্দিন মজুমদার, ব্যানবেইজ কর্মকর্তা রাজিয়া সুলতানা, খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম সিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক বিপ্লব ভট্টাচার্য। পরে শিক্ষা সপ্তাহে বিভিন্ন পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি বলেন, শিক্ষা নয়, সু-শিক্ষাই জাতির মেরুদন্ড। দেশকে এগিয়ে নিতে শিক্ষা খাতকে প্রাধান্য দিয়ে সরকার নিরলস কাজ করছে। দেশের প্রতিটি নাগরিক সু-শিক্ষায় শিক্ষিত হলে একটি জাতি স্বনির্ভর জাতিতে রূপান্তর হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসী শ্রমিকরা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে
পরবর্তী নিবন্ধগুলিবিদ্ধ সেই জাবেদের ২৮ বছরের অপেক্ষা