গুলিবিদ্ধ সেই জাবেদের ২৮ বছরের অপেক্ষা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৫:০৮ পূর্বাহ্ণ

গত ২৮ বছর ধরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে একবার কাছ থেকে দেখার আগ্রহ নিয়ে বেঁচে আছেন জাবেদ। ১৯৯৪ সালের ২৬ জুলাই ঘাতক দালাল নির্মূল কমিটির বিক্ষোভ সমাবেশে জামায়াত শিবিরের সন্ত্রাসীদের গুলিতে গুরুতরভাবে আহত জাবেদ এক বছর চিকিৎসাধীন ছিলেন চমেক হাসপাতালে। আজ ঘটনার ২৮ বছর পূর্ণ হচ্ছে। মারাত্মক রকমের শারীরিক দুর্বলতা নিয়েও সংসারের প্রয়োজনে বালি ও কংকরের ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ জাবেদ হোসেন আজো শেখ হাসিনার সাথে তার দেখা হবে এমন একটি আশা বুকের গভীরে লালন করেন। ১৯৯৪ সালের ২৬ জুলাই চট্টগ্রামের লালদীঘি ময়দানে গোলাম আযমের সমাবেশ বানচালের ডাক দেয় ঘাতক দালাল নির্মূল কমিটি। ওইসময় যুবলীগের রাজনীতিতে সক্রিয় থাকা তরুণ মোহাম্মদ জাবেদ হোসেন সকাল থেকেই মিছিল সমাবেশ করছিলেন। মিছিলে এক পর্যায়ে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। কিছু বুঝে উঠার আগে কোতোয়ালী কবিরাজ বিল্ডিংয়ের সামনে পেটে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জাবেদ। গুরুতর আহত অবস্থায় তার ঠাঁই হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। নগরীর ফিরিঙ্গী বাজারের এয়াকুব নগরের মরহুম মোহাম্মদ হোসেনের বড় ছেলে মোহাম্মদ জাবেদ হোসেন প্রায় এক বছর হাসপাতালের বেডে কাটিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। জাবেদসহ ওই ঘটনায় আহতদের দেখার জন্য চমেক হাসপাতালে ছুটে এসেছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় মরহুম এম এ মান্নান, মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরী, মোছলেম উদ্দিন আহমদ এমপি, জহিরুল আলম দোভাষ, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, শফিক আদনান, মরহুম রফিকুল ইসলাম বাচ্চুসহ মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরাও জাবেদকে দেখতে গিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা যখন জাবেদের বেডের পাশে গিয়ে দাঁড়িয়ে তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছিলেন তখন তার জ্ঞান ছিল না। শেখ হাসিনা তাকে দেখতে এসেছিলেন শুনে তিনি আরো আকুল হয়ে উঠেন। তখন থেকেই তার আশা একদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে তার দেখা হবে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার মানোন্নয়নে সরকার নিরলস কাজ করছে
পরবর্তী নিবন্ধসম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদের সাধারণ সভা