প্রবাসী শ্রমিকরা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে

| মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৫:০৭ পূর্বাহ্ণ

নিরাপদ ও আইনসম্মত অভিবাসন এবং বিদেশ প্রত্যাগতদের যথাযথ সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে চট্টগ্রামে বিলসের সহযোগিতায় ও মহানগর বিএলএফের উদ্যোগে এক এডভোকেসি সভা গতকাল সোমবার সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিএলএফ মহানগর কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও মহানগর বিএলএফ মহিলা কমিটির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌসের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চসিক প্যানেল মেয়র ও ১৫ ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিলসের সিনিয়র কর্মকর্তা পাহাড়ী ভট্টাচার্য ও প্রকৌশলী আশরিফা তানজীম।প্রধান অতিথি বলেন, সরকার ও বিভিন্ন এনজিও দেশে-বিদেশে শ্রমিকদের নিরাপদ অভিবাসন ও যথাযথ সামাজিক পুনর্বাসনের লক্ষ্যে নানান উদ্যোগ নিয়েছে। এসব বিষয়ে সকলের অবগত হওয়া দরকার। প্রবাসী শ্রমিকেরা আমাদের দেশের অর্থনৈতিক অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর শেখেরখীল ফিশিং ট্রলার থেকে সাগরে পড়ে জেলে নিখোঁজ
পরবর্তী নিবন্ধশিক্ষার মানোন্নয়নে সরকার নিরলস কাজ করছে