যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ ডিসেম্বর, ২০২১ at ৮:৩৯ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা থানাধীন খালপাড় এলাকায় যৌতুকের জন্য স্ত্রী রুমা বেগমকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী রিয়াজ হোসেনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। রিয়াজ হোসেন ফিরোজপুরের মঠবাড়িয়া থানার মো. আজমল হোসেন খলিফার ছেলে। গতকাল রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন। এ সময় কাঠগড়ায় হাজির ছিলেন রিয়াজ হোসেন। ট্রাইব্যুনালের পিপি খন্দকার আরিফুল আলম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (ক) ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রিয়াজ হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক। পুরো বিচার পক্রিয়ায় ১০ জন সাক্ষীর মধ্যে ডাক্তার, তদন্ত কর্মকর্তাসহ ৬ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৯ জানুয়ারী পতেঙ্গা থানার খালপাড় এলাকার এনামুল হক রতন নামের এক ব্যক্তির ভাড়া ঘরে রুমা বেগমকে যৌতুকের জন্য শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় রুমা বেগমের বাবা বাদী হয়ে তার স্বামী রিয়াজ হোসেনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি মামলা করেন। পরবর্তীতে রিয়াজ হোসেনকে অভিযুক্ত করে ২০১৪ সালের ২ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের মাঝামাঝি সময়ে রিয়াজ হোসেনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ হয়।

পূর্ববর্তী নিবন্ধদেশে এক দিনে শনাক্ত বেড়ে তিনশর বেশি
পরবর্তী নিবন্ধনির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ থেকে খালাস পেলেন রনি