দেশে এক দিনে শনাক্ত বেড়ে তিনশর বেশি

| সোমবার , ১৩ ডিসেম্বর, ২০২১ at ৮:৩৯ পূর্বাহ্ণ

দেশে ১৮ দিন পর তিনশর বেশি মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে এক দিনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২৯ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৬ জনের। এর আগে সবশেষ গত ২৪ অক্টোবর ৩১২ জন কোভিড রোগী শনাক্তের খবর এসেছিল, তারপর থেকে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা তিনশর নিচেই ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৩২৫ জন। তাদের মধ্যে ২৮ হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২৮৮ জন সেরে উঠেছেন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৪৪ হাজার ১৫০ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন। এই হিসাব অনুযায়ী, দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ১৪৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে ২৭৩ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের প্রায় ৮৩ শতাংশ। দেশের ৩৪ জেলায় এ সময় নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি।
গত ২৪ ঘণ্টায় যে ৬ জন মারা গেছেন, তাদের মধ্যে ২ জন রাজশাহী বিভাগের, ২ জন রংপুর বিভাগের, বরিশাল বিভাগে ১ জন এবং একজন ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২১ হাজার ৬১২টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১১ লাখ ২০ হাজার ১৯৮টি নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ৫২ শতাংশ, যা আগের দিন ১ দশমিক ৩৪ শতাংশ ছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৪ দশমিক ২০ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধইভ্যালিকাণ্ড মিথিলা-ফারিয়া আগাম জামিন চান
পরবর্তী নিবন্ধযৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড