চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ পুলিশের ২৯ কর্মকর্তাকে বদলি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ জুন, ২০২৩ at ১০:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শকসহ (ডিআইজি) পুলিশের ২৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে ৭ জন পুলিশ কমিশনার (ডিআইজি) ও ২২ জন পুলিশ সুপার (এসপি) রয়েছেন। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির এ তথ্য নিশ্চিত করা হয়। আদেশ অনুযায়ী চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেনকে পুলিশ সদর দফতরের উপপুলিশ মহাপরিদর্শক করা হয়েছে। আর চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) নুরে আলম মিনা। প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রামে কর্তব্যরত অ্যান্টি টেরোরিজম ইউনিটের উপপুলিশ মহাপরিদর্শক মো. মনিরুজ্জামানকে রংপুর মহানগর পুলিশ কমিশনার, শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক শেখ মোহাম্মদ রেজাউল হায়দারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, বিশেষ শাখার (এসবি) উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবুল ফয়েজকে শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সালেহ মোহাম্মদ তানভীরকে বিশেষ শাখার (এসবি) উপপুলিশ মহাপরিদর্শক ও শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক জিহাদুল কবিরকে ম্যাস র‌্যাপিড ট্রানজিটের (এমআরটি) উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহজযাত্রীদের ভিসা যথা সময়ে হয়ে যাবে: সৌদি রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধতারুণ্যের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে : শাহাদাত