হজযাত্রীদের ভিসা যথা সময়ে হয়ে যাবে: সৌদি রাষ্ট্রদূত

| বুধবার , ১৪ জুন, ২০২৩ at ১০:১২ পূর্বাহ্ণ

হজযাত্রীদের ভিসা যথা সময়ে হয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। তিনি জানান, চলতি বছর বাংলাদেশি হজযাত্রীদের ৮০ শতাংশ ভিসা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। খবর বাংলানিউজের

কক্সবাজারে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আশ্রয় সহায়তা ও সৈয়দপুরে চক্ষু চিকিৎসা সহায়তার বিষয়টি অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সৌদি দূতাবাস। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদির রোড টু মক্কা ইনিশিয়েটিভ সফল করতে ৮০ জন অফিসার ঢাকায় এসেছেন। হজযাত্রীদের ভিসা ও সেবা দিতে আমরা প্রস্তুত। তবে ভিসা প্রক্রিয়ায় কিছু টেকনিক্যাল ইস্যু ছিল, এখন সেটা ওভার কাম হয়েছে। যথা সময়ে বাকি হজযাত্রীরা ভিসা পেয়ে যাবেন।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটির ফার্মেসি বিভাগে ফল উৎসব
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ পুলিশের ২৯ কর্মকর্তাকে বদলি