বিজিসি ট্রাস্ট ভার্সিটির ফার্মেসি বিভাগে ফল উৎসব

| বুধবার , ১৪ জুন, ২০২৩ at ১০:১২ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ফার্মেসি বিভাগের উদ্যোগে ফল উৎসব ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. অনিন্দ্য কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফল উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. .এফ.এম. আওরঙ্গজেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ.বি.এম আবু নোমান।

অনুষ্ঠিত ফল উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ.এন.এম ইউসুফ চৌধুরী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও ফার্মেসি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. হযরত আলী মিয়া, ইংরেজী বিভাগের শিক্ষক প্রফেসর শাশ্বতী দাশ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মোঃ খালেদ বিন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন চৌধুরী, এমবিএ কোঅর্ডিনেটর সৌমেন চক্রবর্তী, এমএ ইন ইংলিশ এর কোঅর্ডিনেটর আজিম উদ্দিন, আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবদুল হান্নান, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইমরান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ মঞ্জুর আলম, আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক জাহেদ বিন রহিম, ফার্মেসী বিভাগের শিক্ষক মাইকেল দত্ত, আনোয়ারা জেনী, জুয়েল মল্লিক, শারমিন আকতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাজারী গলি থেকে ছিনতাইকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহজযাত্রীদের ভিসা যথা সময়ে হয়ে যাবে: সৌদি রাষ্ট্রদূত