তারুণ্যের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে : শাহাদাত

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ জুন, ২০২৩ at ১০:১৪ পূর্বাহ্ণ

কাজীর দেউড়ি মোড়ে আজ অনুষ্ঠেয় তারুণ্যের সমাবেশে লাখো তরুণের উপস্থিতি থাকবে বলে দাবি করেছেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ভোটাধিকার রক্ষার সংগ্রামে দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। বিগত ১৪ বছর মানুষ ভোট দিতে পারে নাই। ১৮ বছরের তরুণ ১৪ বছর পর এসে যখন তার বয়স ৩২ বছর হয় তখনো সে ভোট কি তা জানে না।

কারণ সে ভোটার হওয়ার পর থেকে কোনো দিন ভোট দিতে পারে নাই। ভোটকেন্দ্রে যেতে পারে নাই। দিনের ভোট রাতে হয়েছে। সরকারদলীয় লোকজন ও সরকারি প্রশাসন একযোগ একদলীয়ভাবে সরকার দলীয় প্রার্থীর পক্ষে ব্যালটে সীল মেরেছে। তারুণ্যের সমাবেশ উপলক্ষে গতকাল বাকলিয়া থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রচারণা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ইয়াসিন চৌধুরী লিটন, গাজী সিরাজ উল্লাহ, ইয়াসিন চৌধুরী আসু, হাজী মোহাম্মদ তৈয়ব, ইব্রাহিম বাচ্চু, হাসেম সওদাগর, এম আই চৌধুরী মামুন, মো. আলমগীর, হাজী নবাব খান, মো. সেকান্দর, আবদুল্লাহ আল সগীর, হাজী মোহাম্মদ মহিউদ্দিন, ইয়াকুব চৌধুরী নাজিম, হাজী ইমরান উদ্দিন, নাজিমুল হক নাজ, আলী আজগর, হাজী মোহাম্মদ ইউনুছ, এটিএম ফরিদ, মো. কামরুল ইসলাম, সাইফুল ইসলাম নীরব, ফোরকান উদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. জাহাঙ্গীর, গুলজার হোসেন লেদু, মোহাম্মদ ইয়াকুব, মাইনুদ্দিন পারভেজ, ইয়াকুব খান বাবু, মোহাম্মদ কালু, আবুল কালাম আবু, মোহাম্মদ মুসা, মোহাম্মদ নুরুদ্দিন, মো. দুলাল, মোহাম্মদ শামীম, জাহাঙ্গীর।

চান্দগাঁও পাঁচলাইশ ও বায়েজিদ : তারুণ্যের সমাবেশকে ঘিরে চট্টগ্রাম৮ আসনের বায়েজিদ (আংশিক), চান্দগাঁও ও পাঁচলাইশ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রস্তুতি সভা গতকাল দক্ষিণ জেলা আহ্বায়ক আবু সুফিয়ানের চান্দগাঁওস্থ বাসভবনে অনুৃষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপর আওয়ামী লীগের বর্বরোচিত হামলার ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ তাদের ছাড়া বিরোধীদলের কোনো প্রার্থীকেই সহ্য করতে পারে না। হামলা চালিয়ে আক্রমণ করে অথবা যে কোনো প্রক্রিয়ায় তাদেরই বিজয়ী হতে হবে। নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজিম উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ইয়াছিন চৌধুরী লিটন, ইসকান্দর মির্জা, মন্‌জুর আলম মন্‌জু, আনোয়ার হোসেন লিপু। বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল হারুন, আবদুল কাদের জসিম, অ্যাড. সিরাজুল ইসলাম চৌধুরী, ইদ্রিস আলী, আব্দুল আজিজ, নকীব উদ্দিন ভূইয়া, আবু মুসা, জসিম উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ পুলিশের ২৯ কর্মকর্তাকে বদলি
পরবর্তী নিবন্ধজাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৮ জুন