ইউএসটিসির একাডেমিক কাউন্সিলের ৪র্থ সভা

| বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)’র একাডেমিক কাউন্সিলের ২০২১ সালের ৪র্থ সভা গতকাল মঙ্গলবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন এবং সদস্যবৃন্দ যোগদান করেন। সভায় নির্দিষ্ট আলোচ্যসূচির উপর সদস্যগণ আলোচনায় অংশ নেন এবং বিগত সভার কার্যবিবরণী অনুমোদন লাভ করে। বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয়ে মধ্যে প্রতিবারের মত এবারও ‘জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম স্বর্ণ পদক এবং আনোয়ারা ইসলাম বেস্ট স্টুডেন্ট এওয়ার্ড’ প্রদানের বিষয়টি অনুমোদন লাভ করে। ইউএসটিসি’র রিসার্চ সেল (ইউআরসি)-এর সিদ্ধান্ত মোতাবেক বিভিন্ন অনুষদের শিক্ষকদের মাঝে গবেষণা ফান্ড বিতরণের বিষয়টিও অনুমোদন লাভ করে। সভাপতি সদস্যদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুদিনা চাষ : স্বল্প পুঁজিতে অধিক মুনাফা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু