১৬ ডিসেম্বর

এলিজাবেথ আরিফা মুবাশশিরা | বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৯:১৪ পূর্বাহ্ণ

১৬ ডিসেম্বর
রাজপথে মানুষের ঢল।
চারদিকে মুখরিত জনতা
সমস্বরে চিৎকার করছে ‘জয় বাংলা’।
আমি মনে মনে বলি ‘জয় বাংলা’।
উঁচু কণ্ঠে বলতে পারি না।
দু’চোখে জল, স্বর রুদ্ধ
আমার সাব্বির ঘরে ফিরে নি।
একাত্তরের এপ্রিলে গভীর রাতে
চলে গিয়েছিল মুক্তিযুদ্ধে।

কতদিন দেখিনি তাকে
অনেকে ফিরে এসেছে লাল সবুজ পতাকা হাতে।
সাব্বির ফিরে আসেনি।
হেঁটে চলেছি রাজপথে
সবাই ছুটেছে পতাকা হাতে।
জনতার জোয়ার।
আমি মনে মনে বলি-
সাব্বির তুই কোথায়? সাব্বির তুই কোথায়?
প্রচণ্ড ভিড় উন্মত্ত জনতা
কি গভীর আনন্দে ঝলমল
সূর্যের সাতরঙ্গা আলোতে উদ্ভাসিত
শ্রাবণের স্রোত ধারায় উচ্ছ্বসিত।
সবার মাঝে খুঁজে ফিরি
মনে মনে বলি
সাব্বির তুই কোথায়? সাব্বির তুই কোথায়?
বদ্ধ ঘরের দ্বার খুলে গেছে
শীতের বাতাসে বুঝি আজ দখিনা পবন
মুক্ত মানুষ ছুটেছে যেন পাগলা হাওয়া
জনতার ভিড়ে হাঁটতে পারি না।
থমকে দাঁড়াই।
হাজার হাজার বাঙালি কণ্ঠ
উচ্ছ্বসিত স্বরে চিৎকার করে-
জয় বাংলা! জয় স্বাধীনতা!
আমার কণ্ঠেও ধ্বনিত হয়
‘জয় বাংলার জয়’।
ত্রিশ লাখ শহীদের আত্মা ক্রন্দন করে ওঠে,
ফিস ফিস করে ধ্বনিত হয় ‘জয় স্বাধীনতার জয়’
জলভরা নয়নে খুঁজে ফিরি আমার সন্তানকে
সাব্বির তুই কোথায়? সাব্বির তুই কোথায়?

পূর্ববর্তী নিবন্ধআগুন ফোটাও
পরবর্তী নিবন্ধচঞ্চল