বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা

বিভিন্ন স্থানে আলোচনা সভায় বক্তারা

আজাদী ডেস্ক | শনিবার , ১১ মার্চ, ২০২৩ at ৫:০৮ পূর্বাহ্ণ

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের এবং বিভিন্ন স্কুলকলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। এই একটি ভাষণ একটি জাতিরাষ্ট্র, বাংলাদেশ সৃষ্টি করেছে। যা বিশ্বে নজিরবিহীন।

রেড ক্রিসেন্ট : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ব্যবস্থাপনায় দিনব্যাপী ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ দিবস উদযাপন করা হয়। রেড ক্রিসেন্ট কার্যালয়ের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী আসলাম খান, জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য শাহাদাত হোসেন রুমেল, জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য ইসমাইল হক চৌধুরী ফয়সাল, আবদুল মান্নান, রফিকুল কাদের, দীপ্ত ভট্টাচার্য্য, অভিষেক চৌধুরী। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন : যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ পালন করলো চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন। দিনটি উপলক্ষে সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সম্প্রচার ও দেশাত্ববোধক সংগীত পরিবেশন করা হয়। এছাড়া সংগঠনের আউটডোর রোগী সেবা কার্যক্রমও যথারীতি পরিচালিত হয় এবং অন্যান্য দিনের তুলনায় রোগী সংখ্যাও বৃদ্ধি হয়েছে। সংগঠনের মেডিকেল অফিসার এবং কনসালটেন্টগণ যথারীতি উপস্থিত থেকে রোগীসেবা কার্যক্রম পরিচালনা করেছেন। হাসপাতালে আসা রোগী এবং তাদের স্বজনদের কাছে হৃদরোগ সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলী ও নিয়মাবলী পরিপালন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। ঐতিহাসিক দিনটি উদযাপনে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম অনুষ্ঠানে উপস্থিত সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে প্রত্যোকের অবস্থান থেকে সংগঠনের সার্বিক অগ্রগতিতে অধিকতর ভূমিকা ও অবদান কামনা করেন।

এদিন রোগী সমাগম অন্যদিনের তুলনায় বেশি ছিল। ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশের নেতৃত্বে মেডিকেল অফিসার ও কনসালটেন্টরা রোগীদের বিরতিহীনভাবে চিকিৎসা সেবা প্রদান করেন।

ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম : গত ৭ মার্চ সকালে ইসলামিক ফাউন্ডেশন ও ইমাম প্রশিক্ষণ একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাঙালির মুক্তিসনদ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী। বিভাগীয় পরিচালক বুরহান উদ্দিন মোহাম্মদ আবু আহসানের সভাপতিত্বে নগরীর পাহাড়তলীস্থ ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের ইমাম একাডেমি প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল, বিশেষ অতিথি ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক খাজা আহমদ মিয়াজি। আলোচক ছিলেন ইমাম একাডেমির প্রশিক্ষক মাওলানা এনায়েত হোসেন। ফিল্ড অফিসার ফয়েজুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শুরু হয় কুরআন ও নাতে রাসুল তেলাওয়াতের মাধ্যমে। পরে মিলাদ কিয়াম শেষে বঙ্গবন্ধু ও তাঁর শহীদ পরিবার,শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

আওয়ামী লীগ : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্‌বায়ক ও আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা আবদুর রহমান, সাইফুল ইসলাম, আবু সাইদ জন, অধ্যাপক কাজী মুজিব, এস এম সাইদ সুমন, নূরুল আনোয়ার, খোকন চন্দ্র তাঁতি, আবু বক্কর সিদ্দিক, আলমগীর আলম, আবু নাসের চৌধুরী আজাদ, শফিকুল হাসান রিপন, জুয়েল, তাহের খান, মাহাতাব, জাহেদ, এড. রবি সৈয়দ, শহীদুল ইসলাম শহীদ, সাদিত, ইমরান আহমেদ শাওন, সুমন প্রমুখ।

স্বেচ্ছাসেবক লীগ : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নগরীর জেলা শিল্পকলা একাডেমী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে মহানগর স্বেচ্ছাসেবক লীগ। সংগঠনের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. হেলাল উদ্দীন, কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, দোলোয়ার হোসেন ফরহাদ, মানোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, যুগ্মসাধারণ সম্পাদক মো. সাইফুদ্দীন, আব্দুল আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, দেবাশীষ আচার্য্যসহ বিভিন্ন থানাওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় : নগরীর বন্দর থানাধীন হালিশহর বেমগজান উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মো. নাসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নিপা বড়ুয়া, সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন মামুন, সিনিয়র শিক্ষক মেহেদী মাসুদ, মোহাম্মদ রহিম উদ্দীন, সুলতানা নার্গিস প্রমুখ। সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মঈন উদ্দীন মো. হেলাল। শিক্ষকশিক্ষিকাবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন।

হাটহাজারী নাজিরহাট কলেজ : হাটহাজারীর নাজিরহাট কলেজে বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ শিক্ষককর্মচারী এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এরপর বেলা ১১টায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন কমিটির আহ্‌বায়ক অধ্যাপক দোলন কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে কলেজ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম। অধ্যাপক মোসফেকা চৌধুরী ও অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অধ্যাপক কে এম মহিউদ্দীন, অধ্যাপক লিটন ভট্টাচার্য্য ও অধ্যাপক হামিদা বেগম প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বাহালুল চৌধুরী ইরফান ও শিমু আকতার এবং কবিতা আবৃত্তি করেন সামিয়া আলম মুমু ও নিসফাহুল আলম।

৩৪নং পাথরঘাটা ওয়ার্ড : ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডে ফিশারীঘাটে পুরাতন মাছ বাজার চত্বরে যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যুবলীগ নেতা মারুফ আহমেদের সভাপতিত্বে ও অপু দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন ইকবাল। বিশেষ অতিথি ছিলেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু। অতিথি ছিলেন ৩৪নং পাথর ঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, মহানগর মৎস্য আড়তদার সমিতির সভাপতি শামসুল হক, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, আবদুল মতিন, রায়হান নেওয়াজ সজীব, মোঃ ইমতায়াজ বাবলা, এস.এম. রাশেদ চৌধুরী, হরিলাল দাশ, প্রদীপ দাশ, অদির দাশ, ফরহাদ আব্দুল্লাহ্‌, মোঃ ইসমাঈল, নুরুল ইসলাম রাসেল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিআরটিসি এলাকায় চলাচলরত সিএনজি থেকে চাঁদা আদায়
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ইয়াবাসহ পাচারকারী গ্রেপ্তার