বিআরটিসি এলাকায় চলাচলরত সিএনজি থেকে চাঁদা আদায়

ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি

আজাদী প্রতিদেন | শনিবার , ১১ মার্চ, ২০২৩ at ৫:০৭ পূর্বাহ্ণ

নতুন পাড়া বিআরটিসি বাস ডিপো সংলগ্ন স্থানে প্রতিদিন চলাচলরত সিএনজি টেক্সি থেকে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তিন সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনগুলো হলো চট্টগ্রাম অটোরিক্সা অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম জেলা অটোটেম্পো অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, চট্টগ্রাম হাটহাজারী ফটিকছড়ি রাউজান অটোটেম্পো বেবী টেক্সী শ্রমিক ইউনিয়ন। সংগঠন তিনটির সভাপতি ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, হারুনুর রশিদ, আসলাম হোসেন মাসুম, মো. শফি, মো. ইলয়াছ ও মো. ইউছুপ এ বিষয়ে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। এক যৌথ বিবৃতিতে তারা অভিযোগ করেন তাদের সংগঠনের কয়েক হাজার সদস্য প্রতিদিন বিআরটিসি বাস ডিপো সংলগ্ন স্থান থেকে চট্টগ্রামনাজিরহাট, ফটিকছড়িচট্টগ্রামরাউজান, রাঙামাটি রুটে সিএনজি টেক্সি চালায়। কিন্তু দীর্ঘদিন ধরে বহিরাগত কিছু চাঁদাবাজ ও সন্ত্রাসী চক্র প্রতিদিন কয়েক হাজার সিএনজি টেক্সি চালকের কাছ থেকে জোরপূর্বক ৩০ টাকা করে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করছে। মেট্রো গাড়ি থেকেও তারা দশ টাকা করে চাঁদা নেয় সম্পূর্ণ অবৈধভাবে। কোনো চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদেরকে নির্যাতন করা হয়। অথচ নিয়ম রয়েছে, কোন রেজিস্ট্রেশনভুক্ত শ্রমিক সংগঠন কেবলমাত্র তাদের সংগঠনের সদস্যদের কাছ থেকে প্রচলিত আইন ও সাংগঠনিক বিধি বিধান মেনে চাঁদা আদায় করতে পারে। কিন্তু জোরপূর্বক অন্য সংগঠনের সদস্যদের কাছ থেকে চাঁদা আদায় অবৈধ ও বেআইনি।

নেতৃবৃন্দ বলেন, এ বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণ করা না হলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া ছাড়া গত্যন্তর থাকবে না।

পূর্ববর্তী নিবন্ধবাগীশিক কেন্দ্রীয় সংসদের পরিচিতি সভা
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা