বাগীশিক কেন্দ্রীয় সংসদের পরিচিতি সভা

| শনিবার , ১১ মার্চ, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার নগরীর আন্দরকিল্লা বাগীশিক মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত সভাপতি ঝুন্টু চৌধুরী। কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুভাশীষ শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যক্ষ বিজয় লক্ষী দেবী, অ্যাডভোকেট প্রবীর কুমার ভট্টাচার্য্য, দিলীপ কুমার শীল, দেশপ্রিয় চৌধুরী বিনয়, ডা. অঞ্জন দাশ। এ সময় উপস্থিত ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় সংসদের সকল কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বক্তার বলেন, সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে গীতা শিক্ষার বিকল্প নেই। গীতার আদর্শ ধারণ করতে পারলে সমাজের সকল সংকীর্ণতা, জড়তা, বৈষম্য ও বিশৃঙ্খলা বিলুপ্ত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যমান ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে
পরবর্তী নিবন্ধবিআরটিসি এলাকায় চলাচলরত সিএনজি থেকে চাঁদা আদায়