পাছে লোকে কিছু বলে

জোনাকী দত্ত | বুধবার , ১৯ জানুয়ারি, ২০২২ at ৬:৪৪ পূর্বাহ্ণ

আমাদের সমাজে কেউ কিছু বলবে এই ভয়ে আর লজ্জায় অনেকেই পিছিয়ে থাকে। সেটা পুরুষ আর নারী উভয়ের ক্ষেত্রেই হয়ে থাকে। তবে নারীদের ক্ষেত্রে বেশি। একজন পুরুষ যে কাজ করে সেটা নারী করলে শুনতে হয় অনেক কথা। নারীদের নিজের বলতে কিছু থাকবে না এটাই যুগ যুগ ধরে চলে আসছে। আমাদের সমাজ ব্যবস্থার কারণে অনেক নারীর গুণ থাকা সত্ত্বেও মানুষের নিন্দার ভয়ে আর এগোতে পারে না। আবার অনেকে নিন্দুকের কথাকে উপেক্ষা করে এগিয়ে যায় সামনে। একজন নারীকে যখন ঘরে বাইরে কাজ করতে হয় তখন তাকে উভয় দিক রক্ষা করে চলতে হয়। বর্তমান যুগে অনেক পরিবর্তন হওয়া সত্ত্বেও অনেকের ধ্যান ধারণার কোনো পরিবর্তন হয়নি। অনেক মানুষ শিক্ষিত হলেও সমালোচনাকে ভয় পায়। কেউ যখন উন্নতি করে, সবার সাথে ভালো সম্পর্ক থাকে, সবার প্রিয় হয়ে ওঠে, সর্বোপরি নিজে ভালো থাকে তখন কিছু মানুষ তা সহ্য করতে পারে না। শুরু হয় তার সমালোচনা করা। সেই লোকে কিছু বলবে তার ভয়ে যদি মানুষ নিজেকে গুটিয়ে নেয়, তাহলে তার মানসিক চাপ তো বাড়বেই সে সাথে তার আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। জীবন চলার পথ দুর্বিষহ হয়ে উঠবে। মানুষ অল্প সময়ের জন্য এই পৃথিবীতে আসে। তাই পাছে লোকে কিছু বলবে সেটা না ভেবে কাজ নিয়ে এগিয়ে যেতে হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে শিশুসাহিত্য উৎসব
পরবর্তী নিবন্ধআবহমান বাংলার শীতকাল ও ঐতিহ্যের পিঠা