আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী ছিলেন সামশুল আলম চৌধুরী

স্মরণ সভায় বক্তারা

| শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১১:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের সাবেক এজিএস ও শহর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা গত ১৪ অক্টোবর নগরীর দারুল ফজল মার্কেটস্থ মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড এ সভার আয়োজন করেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগরের আহ্বায়ক সাহেদ মুরাদ সাকুর সঞ্চালনায় সভায় কমান্ডার মোজাফফর আহমদ বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়েছিলেন চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম চৌধুরী মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছিল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার মো. শহিদুল হক চৌধুরী ছৈয়দ, সহকারী কমান্ডার রফিকুল ইসলাম, খুলশী থানা কমান্ডার মোহাম্মদ ইউসুফ, সদরঘাট থানা কমান্ডার জাহাঙ্গীর আলম, আকবর থানার ডেপুটি কমান্ডার মো. নূর উদ্দিন, ডবলমুরিং থানার ডেপুটি কমান্ডার সৈয়দ আবদুল গনি, হালিশহর থানা ডেপুটি কমান্ডার মইনুল আলম, মো. জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বিবি গোল জান্নাত প্রমুখ।
সভায় মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ও থানা কমান্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম চৌধুরীর রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহামেডান ব্লুজকে বিধ্বস্ত করে জয়ে ফিরল ব্রাদার্স
পরবর্তী নিবন্ধটেকনাফে রোহিঙ্গা ডাকাত হারুন অস্ত্রসহ গ্রেফতার