টেকনাফের এনাম মেম্বার ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ১১:২৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে আত্মস্বীকৃত মাদক কারবারি এনামুল হক ওরফে এনাম মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সদর ইউনিয়নের নাজিরপাড়ার মোজাহার মিয়ার ছেলে এবং ৮নং ওয়ার্ডের মেম্বার।

আজ বৃহস্পতিবার(৩০ জুন) সকালে টেকনাফ উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ছয়টিরও বেশী মাদক ও অস্ত্র মামলা রয়েছে।

তিনি ২০১৯ সালে আত্মস্বীকৃত ইয়াবা কারবারি হিসেবে আত্মসমর্পণকারী বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাফিজুর রহমান।

তিনি জানান, গত মার্চে তিনি তার ব্যবহৃত ফেসবুক লাইভে এসে র‍্যাবের বিরুদ্ধে মারাত্মক রকমের অপপ্রচার করেন। ওই ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা