চট্টগ্রামসহ চার জেলায় আগামী দুইদিন স্কুল বন্ধ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৬:২২ অপরাহ্ণ

অতিবৃষ্টি, জলাবদ্ধতা বন্যার কারণে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান আগামী বুধবার ও বৃহষ্পতিবার বন্ধ থাকবে।

আজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যার পানি প্রবেশ করে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান কার্যক্রম বুধবার ও বৃহষ্পতিবার বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়।

একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সম্পদ ও নথিপত্র দুর্যোগ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থাপনায় সংরক্ষণ করতে হবে বলেও উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বানের পানিতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে ইইই বিভাগে সেমিনার