লোহাগাড়ায় বানের পানিতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৫:৩৪ অপরাহ্ণ

লোহাগাড়ার আমিরাবাদে বানের পানিতে নিখোঁজ জুনায়েদুল ইসলাম জারিফ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ৩টার দিকে ইউনিয়নের জনকল্যাণ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জারিফ ওই এলাকার জুলফিকার আলী ভুট্টুর পুত্র ও বিজিসি ট্রাস্ট বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার দিনগত রাত ২টার দিকে বন্যার পানি বেড়ে যাওয়ায় মা-বাবাকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যাবার জন্য বের হয় ছাত্র জারিফ। এ সময় পথিমধ্যে বানের পানির স্রোতে তলিয়ে যায় জারিফ। খবর পেয়ে স্থানীয়রা নিখোঁজের পর থেকে তাকে উদ্ধার করতে বিভিন্ন স্থানে সন্ধান করেন। এক পর্যায়ে আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে বিলের পাশে একটি গাছের শিকড়ের সাথে আটকানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বসতঘরসহ পুরো এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ স্থানীয় মসজিদ প্রাঙ্গণে রাখা হয়েছে। তার মরদেহ দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধটানা বর্ষণ : চট্টগ্রাম ও বান্দরবানে সেনা মোতায়েন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামসহ চার জেলায় আগামী দুইদিন স্কুল বন্ধ