সাতকানিয়ায় বেকারি মালিকসহ ৫ জনকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৮:২৪ অপরাহ্ণ

সাতকানিয়ায় অনুমোদনবিহীন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করায় বেকারিসহ পাঁচজনকে ৯২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) উপজেলার দেওদীঘি বাজারে এসব জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

জানা যায়, আজ সকালে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দেওদীঘি বাজারে অভিযান চালায়।

এসময় অনুমোদনবিহীন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বিপণনের দায়ে ঢাকা বেকারিকে ৫০ হাজার টাকা, আলিফ ফুডস এন্ড কফি শপকে ২০ হাজার টাকা, দুই ডাম্পার ট্রাকচালক ও এক অটোরিকশা চালককে লাইসেন্স না থাকায় ২২ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১