সাফজয়ী নারী ফুটবলার রুপনা নিজ এলাকায় সংবর্ধিত

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২৮ অপরাহ্ণ

পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচরের ঘিলাছড়িতে সাফ ফুটবল জয়ী নারী গোলরক্ষক রুপনা চাকমার গ্রাম ভূইয়াদমে তাকে আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সংবর্ধনা দিয়েছে ভূইয়াদম রংধনু যুব সংঘ এবং এলাকাবাসী।

সংবর্ধনা অনুষ্ঠানে রুপনা চাকমা বলেন, “এতো বড়ো আয়োজন আমাদের মুগ্ধ করেছে। আমার এলাকার মানুষ যে আমাদের এতো ভালোবাসে তা আমরা কল্পনা করতে পারিনি।”

জেলা ও উপজেলার হাজার হাজার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

তাদের শিক্ষক ও কোচদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে রুপনা বলেন, “যাদের কল্যাণে আজ আমরা এই অবস্থানে উঠে এসেছি তারা যদি আমাদের পাশে না থাকতেন তাহলে আমরা কখনই আজ এতো বড়ো হতে পারতাম না।”

তিনি বলেন, “পাহাড়ের প্রতিটি নারী সুযোগ পেলে তার প্রতিভা গড়ে তুলবে। যাতায়াতের জন‍্য আমার গ্রামে ছোট একটি সেতু করে দিলে উপকৃত হব।”

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস‍্য ইলিপন চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার, ঘিলাছড়ি প‍্যানেল চেয়ারম্যান বাসন্তী চাকমা, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি রিপন দাশ, উপজেলা রিসোর্চ সেন্টারের সরওয়ার কামাল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন ২৫ জনের করোনা শনাক্ত
পরবর্তী নিবন্ধ“নিজের কর্মী মেরে বিশৃঙ্খলা সৃষ্টিই বিএনপির উদ্দেশ্য“