রাউজানে মুরগী কিনে বাড়ি ফেরা হলো না মামাতো-ফুফাতো ভাইয়ের

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ জুলাই, ২০২৩ at ১০:৫০ অপরাহ্ণ

একটি দুর্ঘটনায় বিয়ে বাড়ির আনন্দ উৎসব পরিণত হলেঅ বিষাদে। মামাতো-ফুফাতো দুই ভাই মোটরসাইকেল নিয়ে বিয়ে অনুষ্ঠানের মেহেমানদের জন্য মুরগি কিনতে বের হয়ে আর ফিরে যাওয়া হলো না বিয়ে বাড়িতে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সড়কের উপর বিকল হয়ে থাকা একটি ট্রাকের উপর অসাবধনতাবসত তাদের মোটরসাইকেলটি গিয়ে ধাক্কা দিলে জয় চৌধুরী (৩২) ও অন্তু তালুকদার (২৮) দুই মামাতো ফুফাতো ভাই গুরুতর আহত হয়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে রাত নয়টার মধ্যে দুজনের মৃত্যু হয়।

এই দুর্ঘটনার ঘটনা ঘটে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান বৈজ্জাখালী গেইট সংলগ্ন এলাকায়। জানা যায়, নিহত জয় চৌধুরী বোয়ালখালী গোমদন্ডীর মন্টু চৌধুরী ছেলে। তিনি কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মী। অন্তু চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলার বুড়ির দোকান এলাকার দৌলন তালুকদারের ছেলে।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতদের আত্মীয় সুমন বলেছেন, বৃহস্পতিবার স্থানীয় উরকিরচর ইউনিয়নের দেওয়াজীর ঘাট এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন বিশ্বাসের ছোট ছেলের বিয়ে অনুষ্ঠান ছিল। মাসিতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য তারা দুজন মুরগী কিনতে বের হয়েছিলেন। এরমধ্যে দুজন দুর্ঘটনায় পড়ে।

ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শী ট্রাফিক পুলিশ নুরুন নবী বলেন, ধারণা করা হয়েছিল দুইজন ঘটনাস্থলে মারা গেছে। তারপরও পুলিশ ও স্থানীয়রা জীবন রক্ষার চেষ্টায় তাদের হাসপাতালে পাঠিয়েছেন। নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক টুটন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিয়ে বাড়িতে এই ঘটনায় শোকের মাতম চলছে।

পূর্ববর্তী নিবন্ধ‘ভালো থেকো’ বলে নিখোঁজ, কর্ণফুলী থেকে মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধবিয়ের জন্য মুরগী কিনতে বের হয়ে দুই মামাতো-ফুফাতো ভাই ফিরল লাশ হয়ে