নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, ৩ বাংলাদেশি আহত

একজনের দুই পা বিচ্ছিন্ন, চমেক হাসপাতালে চিকিৎসাধীন

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ৬ মে, ২০২৪ at ৭:৩০ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্য একজনের দুই পা বিচ্ছিন্ন হয়ে উড়ে গেছে। অন্যদের অবস্থা গুরুতর। গতকাল রোববার দুপুরে ফুলতলী সীমান্তের ৪৭ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী সীমান্তের ৪৭ নম্বর পিলার এলাকায় অবৈধ পথে মিয়ানমার থেকে গরু আনতে যান কক্সবাজারের কয়েকজন যুবক। এ সময় কাঁটাতারের কাছাকাছি পৌঁছালে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণ হয়। এতে ৩ জন আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। আহতরা হলেন কক্সবাজারের রামু উপজেলার মো. রফিক, গর্জনিয়া এলাকার মো. আব্দুল্লাহ এবং কচ্ছপিয়া এলাকার রশিদ আহমেদ। এদের মধ্যে আব্দুল্লাহর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যরা শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন। আব্দুল্লাহকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফসার ইমন জানান, মাইন বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন। আহতরা পার্শ্ববর্তী কঙবাজারের বাসিন্দার। সীমান্ত পথে গরু আনতে তারা গিয়েছিলেন বলে জেনেছি।

কঙবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, শনিবার রাতে একজনকে এবং রোববার বেলা সাড়ে ১০টায় অপর একজনকে গুরুতর আহত অবস্থায় আনা হয়। তাদের আঘাতের অবস্থা গুরুতর। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

পূর্ববর্তী নিবন্ধকাপড়ের রং মিশিয়ে আম ও লিচুর জুস উৎপাদন, লাখ টাকা জরিমানা আদায়
পরবর্তী নিবন্ধক্ষতিকর কেমিক্যালে তৈরি হয় আইসক্রিম